হজযাত্রীর ছদ্মবেশে ভিক্ষুক না পাঠাতে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়ানো বিপুল সংখ্যক পাকিস্তুানিকে শনাক্ত করেছে দেশটি।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,সৌদি আরবে প্রবেশ বন্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে রিয়োদ। সৌদি সরকার উদ্ধেগ জানিয়ে বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাকিস্তানি নাগরিকদের ওমরাহ এবং হাজীদের ওপরে প্রভাব পড়বে।
পাক ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের বার্তার পরই নতুন করে তারা ‘ওমরাহ আইন’ প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেচে।
উল্লেখ্য, দেশটির প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, বিভিন্ন দেশে আটককৃত ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানের নাগরিক।