ইউক্রেনে ট্রাম্পের যুদ্ধ বিরতির আহ্বান

Media

ইউক্রেন যুদ্ধকে ‘পাগলামি’ আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আহ্বানও জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের এই আহ্বানের ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ক্রেমলিন তাদের নিজ নিজ শর্ত তালিকাবদ্ধ করার তাড়না বোধ করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন। এর কয়েক ঘণ্টার পর ট্রাম্প ওই আহ্বান জানান।