সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের ভয়াবহ হামলার জবাবে ইসরাইলে ভূখণ্ডে ব্যাপকভিত্তিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে বলেছে, এই মিশনের নাম দেয়া হয় ‘সত্য প্রতিশ্রুতি অভিযান' এবং সংকেতের ছিল 'ইয়া রাসুলাল্লাহ তথা হে রাসুলাল্লাহ'!
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ইসরায়েল অভিমুখে ২০০টিরও বেশি ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি হুঁশিয়ারি করে বলেছেন, মধ্যপ্রাচ্যের কোন দেশ ইসরাইলকে ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলে কঠোর জবাব দেয়া হবে।