তাইওয়ানে ৫৭ কোটি ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন বাইডেন

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য ৫৭ কোটি ১০ লাখ ডলারের প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছেন। শুক্রবার তিনি এ অনুমোদন দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে নিজের মেয়াদের শেষ সময়ে এসে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন।

য়দিও তাইওয়ানকে এখনো অনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তার পরও এখন পর্যন্ত তাইপের সবচেয়ে বড় কৌশলগত মিত্র এবং অস্ত্রের সরবরাহকারী ওয়াশিংটন।

অন্যদিকে তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন। গত কয়েক বছরে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েছে দেশটি। একই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র ও সহায়তা না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেইজিং।