লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত

Media

দক্ষিণ লেবাননে ইসরায়েলের আটজন সেনা মারা গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এমনটি জানিয়ে আরও বলে, আরো সাতজন সৈন্য আহত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীরি বরাতে বিবিসি জানিয়েছে, যে সব সৈন্য মারা গেছে, তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের। যেখানে লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরাইলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।

এদিকে হিজবুল্লাহ লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করছে। বুধবার দু’বার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়।