পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশি কমপক্ষে ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) মঙ্গলবার এক্স বার্তায় জানায়, ২২ জনকে জীবত উদ্ধার করা হয়েছে। এখনও ছয়জনের কোন খোঁজ মেলেনি। উদ্ধারকৃতদের সহায়তা করছে সংস্থার সদস্যরা।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় প্রায় ৬৬ জন লোক ছিল। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক।