ভারতের আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সমন জারি

Media

ঘুষ প্রদান ও প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ভারতের বিলিয়নিয়ার ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সমন জারি করেছে। পাশাপাশি তার ভাগনে সাগর আদানির বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে।

এই দুজনের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রুপের একটি কোম্পানির (গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে) কাজ পাওয়ার জন্য লাখ লাখ ডলার ঘুষ দেওয়ার কাণ্ডে তারা জড়িত ছিলেন।

বুধবার সমন জারির দিন থেকে ২১ দিনের মধ্যে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে আদানিদের জবাব দিতে হবে। এসইসি তাদের আবেদনে আদানি গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক জরিমানা ও তাদের ওপর নিষেধাজ্ঞা চেয়েছে।