চীনের তিব্বতে প্রত্যন্ত এলাকায় শক্তিশালী এক ভূমিকম্পে অনুভূত হয়েছে। এতে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার তিব্বতে নেপাল সীমান্তের কাছে ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে।
ভূমিকম্পের ফলে ভারতের বিভিন্ন অঞ্চল বিশেষ করে বিহার, আসাম ও পশ্চিমবঙ্গেও ভূকম্পন অনুভূত হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতেও কম্পন অনুভূত হয়েছে।
এ নিয়ে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) বলেছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ওই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপাল সীমান্তের কাছে তিব্বতের ডিংরি কাউন্টি।
আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ৫৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ৬২ জন আহত হয়েছেন।