যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছেন। যেখানে এই আদেশে ইহুদিবিদ্বেষ মোকাবিলা এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি কলেজ শিক্ষার্থী এবং অন্যান্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এদিকে আদেশের একটি ফ্যাক্ট শিটে বলা হয়েছে, 'তথ্য-প্রমাণের ভিত্তিতে' ট্রাম্প বিচার বিভাগকে 'মার্কিন ইহুদিদের ওপর সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সহিংসতার বিরুদ্ধে তাত্ক্ষণিকভাবে বিচার করার' নির্দেশ দেবেন।