রংপুরের আটে ৮

Media

বিপিএলে টানা ৮ ম্যাচে জয় পেল রংপুর রাইডার্স। আসরের ২৬তম ম্যাচে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়েছে দলটি। এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রংপুর।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুদর। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা রংপুর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানে থামে চিটাগং।

রংপুরের অলরাউন্ডার খুশদিল শাহ ৫৯ রানের পাশাপাশি ২টি উইকেটও নিয়েছেন। এই পাকিস্তানি ম্যাচ সেরাও হয়েছেন।