তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে আটক

news-banner

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাদাপোশাকের এক দল ব্যক্তি তাদের তুলে নিয়ে যায়।

এ বিষয়ে রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।