শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা

news-banner

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘোষণা দেন সংগঠনের অন্যতম মন্বয়ক মো. নাহিদ ইসলাম।

রোববার থেকে সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আহ্বান করেছে আন্দোলনকারীরা। পাশাপাশি সব জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি এবং আন্দোলনের সময়কালে সকল হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্ত করার আহ্বান করেন। 

এদিকে রোববার ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।