বাংলাদেশের সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ–নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে গত ১৬ থেকে এ পর্যন্ত অন্তত ২০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো ২৬ জুলাই এক প্রতিবেদনে মৃত্যুর এই সংখ্যা জানিয়েছে। ‘চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু, নিহত বেড়ে ২০৪’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন জাকির হোসেন (২৯), জামান মিয়া (১৭) ও সোহেল রানা (২০)।