ঢাকাসহ বাংলাদেশের বেশ কিছু স্থানে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা এবং পুলিশ লাঠিচার্জের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বেশকিছু শিক্ষার্থীকে আটক কররে পুলিশ।
ঢাকার বাইরে চট্টগ্রাম রাজশাহী, সিলেট ও বরিশালসহ দেশের অনেক জায়ায় বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রামে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের হয়েছে। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের ছুড়ে পুলিশ। কুমিল্লায় এক শিক্ষার্থী পায়ে গুলি লাগার খবর পাওয়া গেছে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সহিংসতাযর জেরে নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলার পাল্টা কর্মসূচি দিয়েছে।