সহিংসতায় সারা দেশে পুলিশ সদস্যসহ নিহত অন্তত ১০২

news-banner

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সর্বাত্মক অসহযোগ ঘিরে সোমবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে এ পর্যন্ত ১০২ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে পিটিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে বিক্ষোভকারীরা। কুমিল্লায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ঢাকায় ৭ জন, লক্ষ্মীপুরে ১১ জন, সিরাজগঞ্জে ১৩ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৫ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটে ৫ জন, বগুড়ায় ৫ জন,মাগুরায় ৪ জন, রংপুরে ৪ জন,ভোলায় ৩ জন মুন্সীগঞ্জে ৩ জন, পাবনায় ৩ জন, বরিশালে ১ জন, নিহত, জয়পুরহাটে ২ জন, কুমিল্লায় ২ জন,শেরপুরে ৩ জন, হবিগঞ্জে ১ জন, কক্সবাজারে ১ জন ও ঢাকার সাভারের আশুলিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে।