বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি

news-banner

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তাদেরকে হেফাজতে নিয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম এই ছয়জন সমন্বয়ককে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

এর আগে ২৮ জুলাই ডিবি হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের কর্মসূচি প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দিয়েছেন। এসময় নাহিদের পাশে ছিলেন ডিবি হেফাজতে থাকা আরও পাঁচ সমন্বয়ক।

কিন্তু আন্দোলনের অন্য দুই জন সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ দাবি করেন জোর করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে।