হাসিনা দেশ ছাড়লেন, শেষ হাসি আন্দোলনকারীদের

news-banner

বাংলাদেশ সরকার পতনের এক দফা আন্দোলনে শেষ হাসি হাসলেন আন্দোলনকারীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন ছেড়ে আপতত ভারতে আশ্রয় নিয়েছেন।

নয়াদিল্লির কাছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান বাহিনী ঘাঁটিতে নামে শেথ হাসিনাকে বহনকারী বিমান। এরপর সোমবার সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে দেখা করেন। ভারতে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে তিনি পদত্যাগে বাধ্য হন।

ভারতীয় সংবাদমাধ্যম বলা হচ্ছে,শেখ হাসিনার পরবর্তী গন্তব্যের লন্ডনে। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।