বিদেশে কারা বিক্ষোভ করছেন, খোঁজ নিচ্ছে বাংলাদেশ

news-banner

বাংলাদেশে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এই প্রেক্ষাপটে  হতাহত, ইন্টারনেট বন্ধ এবং অবশেষে কারফিউ জারির প্রতিবাদে বিশ্বের নানা শহরে বিক্ষোভ হয়েছে।

বিদেশে কারা বিক্ষোভ করেছে এসব খোঁজ নিচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়। এবিষয়ে তথ্য জানতে এরইমধ্যে বাংলাদেশের মিশনগুলোয় চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন,  বাংলাদেশ মিশনের কর্মকর্তারা সেখানকার সরকারের থেকে থেকে বিক্ষোভ নিয়ে তথ্য সংগ্রহ করে ঢাকায় পাঠাবেন।

ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেসহ ইউরোপের কয়েকটি দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে প্রবাসীরা ।