ভুলে দোষী সাব্যস্ত 'বাফলো ফাইভ'-এর সদস্যকে ২৮ মিলিয়ন ডলার প্রদান
‘বাফলো ফাইভ’-এর সদস্য জন ওয়াকারকে মঙ্গলবার রচেস্টারের একটি জুরি কর্তৃক ২৮ মিলিয়ন ডলার জরিমানা দেওয়া হয়েছে। যেখানে ১৯৭৬ সালে একটি খুনের দায়ে তাকে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয় এবং তিনি এই সাজায় ২১ বছর জেল খাটেন।